Publisher(s): WaterAid Bangladesh
Category(s): Handbook/Guidebook
Language: English
Publication Year: 2018
Document Type: PDF
বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য ঢাকা শহরে অধিক সংখ্যক পাবলিক টয়লেট নির্মাণ এবং এগুলোর ব্যবস্থাপনার মান উন্নয়নের লক্ষ্যে বিগত ২৬—০৮—২০১৪ তারিখে স্থানীয় সরকার বিভাগের প্রত্যক্ষ তত্বাবধানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা এবং ওয়াটারএইড বাংলাদেশ এর মধ্যে একটি বহুপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ চক্তি মোতাবেক ওয়াটারএইড বাংলাদেশ ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপর্ণ স্থানে আধনিক সযোগ সবিধাসম্পন্ন মোট ২৮টি পাবলিক টয়লেট নির্মাণ করে। বর্তমানে সেগুলো উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে সফলভাবে পরিচালিত হচ্ছে। সমঝোতা স্মারকের শর্তানসারে নির্মিত পাবলিক টয়লেটগুলো স্ব স্ব সিটি কর্পোরেশনের নিকট হস্তান্তরের বিধান থাকলেও নানাবিধ জটিলতার কারণে অদ্যাবধি তা সম্পন্ন হয়নি। এখানে উল্লেখ্য যে, বর্তমানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনও নিজস্ব উদ্যোগে আরো পাবলিক টয়লেট এর নির্মাণ কাজ শুরু করেছে। তবে, পাবলিক টয়লেট পরিচালনার জন্য সময়োপযোগী নীতিমালা না থাকার কারণে এসব টয়লেট পরিচালনার ক্ষেত্রে নানাবিধ জটিলতার সষ্টি হচ্ছে। এ প্রেক্ষিতে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর নিয়ন্ত্রণাধীন পাবলিক টয়লেটসমহ যথাযথভাবে নির্মাণ, সঠিক ব্যবস্থাপনা, মানসম্পন্ন রক্ষণাবেক্ষণ ও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে একটি নীতিমালা প্রণয়ন এর উদ্যোগ গ্রহণ করে।বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য ঢাকা শহরে অধিক সংখ্যক পাবলিক টয়লেট নির্মাণ এবং এগুলোর ব্যবস্থাপনার মান উন্নয়নের লক্ষ্যে বিগত ২৬—০৮—২০১৪ তারিখে স্থানীয় সরকার বিভাগের প্রত্যক্ষ তত্বাবধানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা এবং ওয়াটারএইড বাংলাদেশ এর মধ্যে একটি বহুপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ চক্তি মোতাবেক ওয়াটারএইড বাংলাদেশ ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপর্ণ স্থানে আধনিক সযোগ সবিধাসম্পন্ন মোট ২৮টি পাবলিক টয়লেট নির্মাণ করে। বর্তমানে সেগুলো উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে সফলভাবে পরিচালিত হচ্ছে। সমঝোতা স্মারকের শর্তানসারে নির্মিত পাবলিক টয়লেটগুলো স্ব স্ব সিটি কর্পোরেশনের নিকট হস্তান্তরের বিধান থাকলেও নানাবিধ জটিলতার কারণে অদ্যাবধি তা সম্পন্ন হয়নি। এখানে
উল্লেখ্য যে, বর্তমানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনও নিজস্ব উদ্যোগে আরো পাবলিক টয়লেট এর নির্মাণ কাজ শুরু করেছে। তবে, পাবলিক টয়লেট পরিচালনার জন্য সময়োপযোগী নীতিমালা না থাকার কারণে এসব টয়লেট পরিচালনার ক্ষেত্রে নানাবিধ জটিলতার সষ্টি হচ্ছে। এ প্রেক্ষিতে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর নিয়ন্ত্রণাধীন পাবলিক টয়লেটসমহ যথাযথভাবে নির্মাণ, সঠিক ব্যবস্থাপনা, মানসম্পন্ন রক্ষণাবেক্ষণ ও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে একটি নীতিমালা প্রণয়ন এর উদ্যোগ গ্রহণ করে।
This is an open access work distributed under the terms of the Creative Commons Attribution License, which permits unrestricted use, distribution, and reproduction in any medium, provided the original work is properly cited.
Publisher(s): WaterAid Bangladesh
No comment yet.